Wednesday, 30 October 2019

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

বাংলা প্রশ্নাবলী (টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ)

TET


বাংলা প্রশ্নাবলী (টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ)

১। কত খ্রিস্টাব্দে জাতীয় সংগীত ‘জনগণমন’ রচিত হয়?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে ।
২। ‘কথা’ শব্দটির পদান্তর করলে কী হবে? 
উত্তরঃ কথ্য ।
৩। ‘রস’ শব্দটির পদান্তর করলে কী হবে?
উত্তরঃ রসালো ।
৪। ‘আপণ’ শব্দের সমার্থক শব্দ কী?
উত্তরঃ দোকান ।
৫। ‘নিখাদ’ শব্দের বিপরীত শব্দ কী?
উত্তরঃ অবিশুদ্ধ।
৬। ‘তুফান’ কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উত্তর চিনা ভাষা থেকে ।
৭। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ ধ্বনিতত্ব ।
৮। কাজি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কী?
উত্তরঃ অগ্নিবীণা ।
৯। ‘গিন্নী’ কোন ধরণের শব্দ?
উত্তরঃ অর্ধ-তৎসম ।
১০। বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ কী কী?
উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য ।
১১। লিঙ্গান্তর হয় না, এমন শব্দ কোনটি?
উত্তরঃ কবিরাজ ।
১২। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উত্তরঃ চন্দ্রাবতী। 
১৩। সন্ধি বিচ্ছেদ কর - পুরস্কার ।
উত্তরঃ পুরঃ + কার ।
১৪। ‘চোখের বালি’ এর অর্থ কী?
উত্তরঃ শত্রু ।
১৫। ‘কৃতঘ্ন’ - র অর্থ কি?
উত্তরঃ যে উপকারীর অপকার করে।
১৬। ‘প্রথিতযশা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ খ্যাতনামা । 
১৭। বাগধারার অর্থ নির্ণয় করুন - ‘ধামাধারা’
উত্তরঃ চাটুকারিতা।
১৮। ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?
উত্তরঃ আগাগোড়া ।
১৯। ‘দুহিতা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ কন্যা।
২০। ‘সমীরণ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ বাতাস।
২১। ‘প্রসন্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিষণ্ণ। 
২২। ‘অন্তরঙ্গ’ - এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ বহিরঙ্গ।
২৩। ‘বিড়ালের আড়াই পা’ - বাগধারার অর্থ কী?
উত্তরঃ বেহায়াপনা।
২৪। ‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কার করা হয়?
উত্তরঃ নেপাল।
২৫। ‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা কোনটি?
উত্তরঃ আরবি।
২৬। পরশুরাম কার ছদ্ম নাম?
উত্তরঃ রাজশেখর বসু ।
২৭। বাংলা কোন কবিকে ‘ভোরের পাখি’ বলা হয়?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
২৮। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উত্তরঃ দুর্গেশনন্দিনী।
২৯। ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসছে?
উত্তরঃ তুর্কী।
৩০। ‘তামার বিষ’ বাগধারার অর্থ কী?
উত্তরঃ অর্থের কুপ্রভাব।
৩১। ‘শেষের কবিতা’ কোন ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস।
৩১। ‘তটিনী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ নদী।
৩২। ‘লাভ করার ইচ্ছা’ - এক কথায়/
উত্তরঃ লিপ্সা ।
৩৩। ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় কী বলে?
উত্তরঃ হীরক জয়ন্তী।
৩৪। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
উত্তরঃ সাধু ভাষায়।
৩৫। ‘ভানুমতির খেল’ - এর অর্থ?
উত্তরঃ ভেলকিবাজি।
৩৬। ‘খিড়কি’ শব্দের বিপরীত শব্দ?
উত্তরঃ সিংহদ্বার।
৩৭। ‘পুলিন’ শব্দের বিপরীত শব্দ কী?
ত্তরঃ কূল ।
৩৮। শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যিকের নাম কী?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৩৯। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
উত্তরঃ ৩৯।
৪০। ‘যিনি অনেক দেখেছেন’ - এক কথায়?
উত্তরঃ ভূয়োদর্শী। 
৪১। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ?
উত্তরঃ গো + এষণা
৪২। রূপসী বাংলা - এর কবি কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ। 
৪৩। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
উত্তরঃ ২ টি।
৪৪। ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ অলঙ্কার।
৪৫। কোন কবিতার জন্য নজরুল ইসলাম কারাবরণ করেন?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে।
৪৬। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে - এক কথায় প্রকাশ কর।
উত্তরঃ ব্যয়কুণ্ঠ।
৪৭। ‘আটকপালে’ বাগধারার অর্থ কী?
উত্তরঃ হতভাগ্য।
৪৮। ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল -
উত্তরঃ মনস + ঈষা। 
৪৯। ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দ কী?
উত্তরঃ প্রাচীন।
৫০। ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছে?
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ।
৫১। বিদ্যাপতি কোন ভাষায় তার পদগুলি রচনা করেন?
উত্তরঃ মৈথিলী ভাষায়।
৫২। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?
উত্তরঃ চণ্ডীমঙ্গল।
৫৩। বাংলা লিপির উৎস কী?
উত্তরঃ ব্রাহ্মী লিপি।

Rajesh Konwar

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment