Thursday, 31 October 2019

বিভক্তি

বিভক্তি  

১। 'ঘোড়ায় টানে গাড়ি' - 'ঘোড়ায়' শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।
উত্তরঃ  কর্তৃকারকে 'য়' বিভক্তি।
২।  শব্দ বিভক্তি কত প্রকার?
উত্তরঃ সাত প্রকার।
৩। 'ছেলেরা ক্রিকেট খেলে।' - 'ক্রিকেট' শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
উত্তরঃ কর্মকারকে শূন্য বিভক্তি।
৪। 'রবিবার স্কুল বন্ধ।' - 'স্কুল' শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
উত্তরঃ  কর্মকারকে শূন্য বিভক্তি।
৫। 'জগতে কীর্তিমান হও সাধনায়।' - 'সাধনায়' কোন কারকে কি বিভক্তি/
উত্তরঃ করণকারকে সপ্তমী বিভক্তি।  
৬। 'কাননে কুসুমকলি সকলি ফুটিল।' - বাক্যে 'কাননে' কোন কারকে কি বিভক্তি?
উত্তরঃ অধিকরণে সপ্তমী বিভক্তি।
৭। 'পড়াশোনায় মন দাও।' - 'পড়াশোনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মকারকে ৭মী বিভক্তি।
৮। 'অহঙ্কার পতনের মূল।' - 'অহঙ্কার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণে শূন্য বিভক্তি।
৯। 'তিনি ব্যাকরণে পণ্ডিত।' - এখানে 'ব্যাকরণে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরন কারকে ৭মী বিভক্তি।
১০। 'ব্যায়ামে শরীর ভালো হয়।' - এই বাক্যে 'ব্যায়ামে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণকারকে ৭মী বিভক্তি।  
১১। 'টাকায় অসাধ্য সাধন হয়।' - এখানে 'টাকায়' কোন কারকে অন বিভক্তি?
উত্তরঃ করণকারকে ৭মী বিভক্তি।
১২। 'বাবাকে বড় ভয় পাই।' - এই বাক্যে 'বাবাকে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদানে ২য়া বিভক্তি।
১৩। 'রাজায় রাজায় লড়াই হয়।' - এই বাক্যে 'রাজায়' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্তৃকারকে ৭মী বিভক্তি।
১৪। 'আমার গানের মালা আমি করব কারে দান।' - 'মালা' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণকারকে শূন্য বিভক্তি।
১৫। 'সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা।' - এখানে 'ঔষধ' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মকারকে শূন্য বিভক্তি।
১৬। 'ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে।' বাক্যে 'ঘরেতে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ৭মী বিভক্তি।
১৭। 'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।' এই বাক্যে 'পাঠে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মে ৭মী।
১৮। 'অল্প শোকে কাতর।' এখানে 'শোকে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণকারকে ৭মী।
১৯। 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন।' - 'পায়ের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণকারকে ষষ্ঠী।

Rajesh Konwar

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment