নারী
কাজী নজরুল ইসলাম
নারী কবিতায় কবি বলেছেন - সভ্যতার
অগ্রগতি জন্য আজ পর্যন্ত পৃথিবীতে যত মহত্ কাজ হয়েছে, যত সৃষ্টিশীল কীর্তি, উন্নত
ভাব পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলেছে তাতে পুরুষের অবদান যতটা নারীরও ততটাই। আবার
যত হীন, ধ্বংসাত্মক কাজ হয়েছে তার জন্য নারী ও পুরুষ সমানভাবে দায়ী। নারী বা পুরুষ
কাউকেই জাতিগতভাবে উত্কৃষ্ট বা অপকৃষ্ট বলে চিহ্নিত করা অন্যায়। শয়তান পুরুষও নয়,
নারীও নয়, শয়তানের জাতই আলাদা। মানুষের মনক সুন্দর,
কোমল-মধুর করে গড়ে তোলায় নারীর ভূমিকাই সব থেকে বেশি। অতীতে নারী ছিল পরাধীন, অনেক
অধিকার থেকে বঞ্চিত। কিন্তু আধুনিক যুগ হল সমান অধিকারের যুগ, নারী মুক্তির যুগ।
নারীর স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু হয়েছে। তাদের আর পদানত রাখা চলবে না।
প্রশ্নাবলি:
1. ''আমার চক্ষে পুরুষ রমণী কোন
ভেদাভেদ নাই" - কার চক্ষে?
উত্তর: কবি কাজি নজরুল ইসলামের।
2. "তারে বল, আদি পাপ নারী
নহে" - কাকে বলতে হবে?
উত্তর: যে নারীকে নিন্দা করে।
3. সেখানে লেবুর শাখা নুইয়ে থাকে
কেন?
উত্তর: সেখানে ফলভারে (লেবুর) লেবুর
শাখা নুইয়ে থাকে।
4. সুদর্শন কখন তার ঘরে ফিরে যায়?
উত্তর: অন্ধকার সন্ধ্যা বাতাসে
সুদর্শন তার ঘরে ফিরে যায়।
5. রূপসী নায়িকার নাম কী?
উত্তর: শঙ্খমালা।
6. নারী ও পুরুষের মধ্যে যে কোন
পার্থক্য নেই তা কবিতার কোন অংশে বলা হয়েছে?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে
যে কোন পার্থক্য নেই তা কবিতার যে অংশে বলা হয়েছে তা হলো 'পৃথিবীতে ভালো ও মন্দ সকল
কাজেই উভয়র ভূমিকা সমান।'
7. পুরাকালে নারীকে নরককুন্ড বলা
ঠিক নয় কেন?
উত্তর: পুরস্কারে নারীকে নরককুন্ড বলা ঠিক নয়
কারণ পুরুষ প্রধান সমাজে নারীকে পদানত রাখার এটি একটি কৌশল। মা ভালো না হলে ছেলে
ভালো হবে কী করে?
8. শয়তানদের কবি কোন্ শ্রেণীতে
ফেলেছেন?
উত্তর: শয়তানেদের কবি যে শ্রেণীতে
ফেলেছেন তা হলো ক্লীব। পুরুষ বা নারীর সদগুণ যাদের নেই - তাদের মানসিকভাবে ক্লীব
বলা হয়।
9. নারী ও পুরুষ যে একই রকম ক্ষমতার
অধিকারী তার একটি দৃষ্টান্ত দিন।
উত্তর: নারী ও পুরুষ যে একই রকম
গুণের অধিকারী তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মাদাম কুরি ও পিয়ের কুরি।
11. নারীর প্রকৃতির সঙ্গে ফুলের এবং
ফলের কেমন সাদৃশ্য কবি দেখেছেন?
উত্তর: নারীর মানসিক বৈশিষ্ট্যের
সঙ্গে সুন্দর ফুল ও সুস্বাদু ফলের কমনীয়তার মিল রয়েছে।
12. কবি নারীকে কোন্ অর্থে 'গানের
লক্ষ্মী' বলেছেন?
উত্তর: লক্ষ্মী একদিকে দেবী, শব্দটি
আবার শান্তশিষ্ট অর্থেও ব্যবহার করা হয়। কবি নারীকে লক্ষ্মী স্বরূপ এবং শান্তশিষ্ট
বোঝানোর জন্য 'গানের লক্ষ্মী' বলেছেন।
13. তাজমহলের 'পাথর' ও 'প্রাণ'কে
কবি কীভাবে দেখেছেন?
উত্তর: বাইরে থেকে দেখতে তাজমহল
শ্বেত পাথরের সৌধ মাত্র। কিন্তু এর পিছনে রয়েছে
গভীর এক ভালবাসার বেদনা।
14. বর্তমান যুগকে কবি বেদনার যুগ
বলেছেন কেন?
উত্তর: বর্তমান যুগকে কবি
বেদনার যুগ বলেছেন কারণ যে কোন বাধার বিরুদ্ধে লড়াই-ই কষ্টকর, পরাধীনতার
বিরুদ্ধে লড়াই আরো কঠিন।
15. আজকের যুগকে কবি 'মানুষের যুগ'
বলেছেন কেন?
উত্তর: আজকের যুগকে কবি
'মানুষের যুগ' বলেছেন কারণ বর্তমান যুগ গণতন্ত্রের - তার মানে সমান অধিকারের - সব
মানুষকে সমান ভাবে দেখার।
16. 'উঠেছ ডঙ্কা বাজি' - কিসের
ডঙ্কা কেন বেজে উঠেছে?
উত্তর: সারা পৃথিবীতে সমস্ত মানুষের
সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামের ডঙ্কা বেজে উঠেছে।
16. পুরুষ ও নারীর মধ্যে সামাজিক
ক্রিয়াকলাপের ক্ষেত্রে যে কোন বৈষম্য থাকা উচিত নয় তার স্বপক্ষে 'নারী' কবিতায়
কোন্ কোন্ যুক্তি দেখানো হয়েছে?
উত্তর: বিদ্রোহী কবি কাজী নজরুল
ইসলাম তাঁর 'নারী' কবিতায় পুরুষ ও নারীর মধ্যে সামাজিক দিক থেকে কোনো বৈষম্য থাকা
উচিত নয়, তার স্বপক্ষে কিছু যুক্তি আমাদের সামনে তুলে ধরেছেন সভ্যতার অগ্রগতি জন্য
পুরুষের অবদান যতটা নারীরও ততটাই পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের জন্য পুরুষ ও নারী
সমান দায়ী।
কবি বলেছেন মানব সমাজের অর্ধেক
হচ্ছে পুরুষ আর অর্ধেক নারী। উভয়র মধ্যে একই রকম গুণ, ক্ষমতা ও যোগ্যতা
রয়েছে।
মানুষের মনকে সুন্দর, কোমল ও মধুর
করে গড়ে তোলায় নারীর ভূমিকাই সব থেকে বেশি। তাই কাউকে শ্রেষ্ঠ আর কাউকে নিকৃষ্ট
বলাটা অযৌক্তিক ও অসংগত। সমাজে অপরাধমূলক কাজ যারা করে, তাদের নারী বা পুরুষ বলে
চিহ্নিত না করে শয়তান বলাই উচিত বলে কবি মনে করেন। তিনি আরও বলেছেন, নারী জ্ঞানের
লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী।
17.
‘নারী’ কবিতায় কবি শয়তানদের ‘ক্লীব’ বলেছেন কেন তা ব্যাখ্যা করুন।
উত্তরঃ ‘নারী’ কবিতায় কবি শয়তানদের ‘ক্লীব’ বলে আখ্যা দিয়েছেন। ‘ক্লীব’
আক্ষরিক অর্থে নারী বা পুরুষ কাউকেই বোঝায় না।
সভ্যতার আদি থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষ আমরণ যুদ্ধ করে চলে। ফলাফল
স্বরূপ পৃথিবীতে কতৃত্ব বজায় ও বহাল রাখে। তার স্বার্থ সিদ্ধি করার জন্য যত হীন,
ধ্বংসমূলক কাজ সে করে চলে। কবিতায় ঐ সমস্ত মানুষ যারা অন্যায়, খুন, ধ্বংস, পরস্পরে
দ্বন্দ করে বেড়ায়, তাদের নারী বা পুরুষ রূপে না দেখে কবি নজরুল ইসলাম তাদের শয়তান
বলাই শ্রেয় মনে করেন। কবি শয়তানদের তাই ‘ক্লীব’ বলেছেন।
18.
বর্তমান যুগকে ‘বেদনার যুগ’ বলা হয়েছে কেন?
উত্তরঃ পুরুষ শাসিত সমাজে নারীদের
জীবনে কোন স্বাধীনতা ছিল না। শত অত্যাচার, নিপীড়ন, নানা রকম বিধি নিষেধ, প্রথার
বেড়াজালে আবদ্ধ থাকতে হত নারীদের। তারা ছিল অসহায় ও নিরুপায়। কিন্তু বর্তমান যুগ
‘বেদনার যুগ’ যেহেতু আজ গণতন্ত্রের যুগ, মানবাধিকারের যুগ, সমান অধিকারের যুগ। এ
যুগ বেদনা প্রকাশের যুগ। এ যুগে কেউ কাউকে পদানত করতে পারবে না। নারী ও পুরুষের
সমান প্রতিষ্ঠা পাওয়ার যুগ। আমাদের সমাজে তা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে
হবে। লড়াইয়ের দুঃখকষ্ট বরণ করতে হবে, আজ চারিদিকে সেই লড়াইয়ের ঘোষণা শোনা যাচ্ছে।
কবি সেই অর্থেই ‘বেদনার যুগ’ বলতে চেয়েছেন।
19. ‘মানুষের যুগ’ ‘সাম্যের যুগের’ সঙ্গে নারী-স্বাধীনতার সম্পর্ক কী?
উত্তরঃ কবি নজরুল ইসলাম তাঁর কবিতায় বলেছেন
সভ্যতার অগ্রগতির জন্য আজ পর্যন্ত পৃথিবীতে যত মহৎ কাজ হয়েছে, যত সৃষ্টিশীল
কীর্তি, উন্নত ভাব পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলেছে তাতে পুরুষের পাশাপাশি নারীদের
সমান অবদান রয়েছে। পৃথিবীতে ভালো মন্দ কাজের জন্য পুরুষ ও নারী সমানভাবে দায়ী। এ
যুগ ‘মানুষের যুগ’ নারী ও পুরুষের সাম্যের যুগ, নারীকে বাদ দিয়ে যুগ অসম্পূর্ণ।
নারীর স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে। শিক্ষায়, ধর্মে, কর্মে, নারী গণতন্ত্রের আসনে সাম্য ও অধিকার দাবী আদায় করতে পেরেছে ও পারবে বলে কবি মনে করেন।
20. নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া উচিত - এ সম্পর্কে আপনার মতামত করাসহ লিখুন।
উত্তর: পৃথিবীর ইতিহাসে দেখা যায় সবচেয়ে আগে অধিকার হারিয়েছে নারী। নানা বাধা-নিষেধাজ্ঞা তাকে বেঁধে ফেলেছে।
পৃথিবীতে যা কিছু সুন্দর ও মহত্ তার জন্য নারী ও পুরুষ সমানভাবে দায়ী। নারী ছাড়া পুরুষের জীবন পূর্ণ হয় না। আজ ধর্মের দিক দিয়ে নারী পুরুষের তুলনায় কোনো অংশে কম নয়। আবার শিক্ষা-দীক্ষায়, খেলা-ধূলায়, গান-গরিমায় তারা পুরুষের সঙ্গে সমান টেক্কা দিচ্ছে। গণতন্ত্রে অংশ নিয়ে রাজ্য ও দেশ চালনার ক্ষমতা তাদের আছে। চাষ-বাস, পশুপালন, ব্যবসা-বাণিজ্য সবদিক দিয়ে নারী আজ পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। সৈন্য দলে যোগ দিয়েছে। তাই সবদিক দিয়ে বিচার করে নারীকে পুরুষের মতই সমান অধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি
0 comments:
Post a Comment