Wednesday, 23 October 2019

মধুসূদন দত্ত

প্রঃ মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? 
উত্তর : ২৫ জানুয়ারি ১৮২৪ সালে।
প্রঃ মাইকেল কোথায় জন্মগ্রহণ করেন?
 
উত্তর : সাগরদাঁড়ি, যশোর।
প্রঃ মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কি?
 
উত্তর : শর্মিষ্ঠা নাটক।
প্রঃ  তার রচিত প্রহসনগুলোর নাম কি?
 
উত্তর : একেই কি বলে সভ্যতা ও বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।
প্রঃ কৃষ্ণকুমারী কোন জাতীয় নাটক?
 
উত্তর : বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক।
প্রঃ তার রচিত রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্যের নাম কি?
 
উত্তর : ব্রজাঙ্গনা।
প্রঃ তার রচিত অমর মহাকাব্যের নাম কি?
 
উত্তর : মেঘনাদবধ কাব্য।
প্রঃ তিনি বাংলা কাব্যসাহিত্যে কিসের স্রষ্টা?
 
উত্তর : অমিত্রাক্ষর ছন্দের।
প্রঃ বাংলা ভাষায় কি রচনার জন্য তার কৃতিত্ব প্রথম?
 
উত্তর : চতুর্দশপদী কবিতাবলি সনেট।
প্রঃ তিনি কার অনুকরণে চতুর্দশ কবিতাবলি বা সনেট রচনা করেন?
 
উত্তর : ইতালীয় কবি পেত্রার্ক এবং শেকসপিয়র।
প্রঃ মধুসূদনের প্রপিতামহের নাম কি?
 
উত্তর : রামকিশোর দত্ত।
প্রঃ
মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন?  
উত্তর : পদ্মাবতী নাটকে।
প্রঃ
মাইকেল মধুসূদন দত্ত কত তারিখে মৃত্যুবরণ করেন?  
উত্তর : ২৯ জুন ১৮৭৩; কলকাতায়।
প্রঃ বাংলা সনেটের প্রবর্তক কে?
 
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রঃ বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম কি?
 
উত্তর : বঙ্গভাষা।
প্রঃ বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত?
 
উত্তর : অক্ষরবৃত্ত।
প্রঃ আধুনিক বাংলা কবিতার জনক হিসেবে পরিচিত কে?
 
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রঃ সনেটের প্রবর্তক কে?
 
উত্তর : ইতালীয় কবি পেত্রার্ক।

Rajesh Konwar

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment