রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রঃ রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম কত সালে এবং কোন মাসে?
উত্তরঃ ১৮৬১ সালে ৭ মে।
প্রঃ বাংলা কত সালে তিনি জন্ম গ্রহন করে?
উত্তরঃ ২৫ শে বৈশাখ ১২৬৮
প্রঃ রবীন্দ্রনাথের পরিবারের আসল পদবি কী ছিল?
উত্তরঃ কুশারী ।
প্রঃ রবীন্দ্রনাথের বাবার নাম কি ছিল?
উত্তরঃ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
প্রঃ রবীন্দ্রনাথের মাতার নাম কী ছিল?
উত্তরঃ সারদা দেবী।
প্রঃ রবীন্দ্রনাথ নামটিকে বিস্তারিতরূপে বর্ণনা কর?
উত্তর: রবি + ইন্দ্র+নাথ অর্থাৎ মেঘমন্দ্রিত প্রভাত তাই চিনারা তাকে নাম দেয় চু চেন তান।
প্রঃ রবীন্দ্রনাথ কত সালে তার নামের আগে শ্রী নামটা বাদ দিয়ে দেন?
উত্তরঃ ১৩২৩ সালে।
প্রঃ রবীনাদ্রনাথ কোন নাটকের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করেন?
উত্তরঃ তপসী (১৩২৯ সালে)।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ মানভঞ্জন।
প্রঃ রবীন্দ্রনাথ এর একটি চলচ্চিত্রের অশ্লীলতা ছিল এই চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ বিচারক।
প্রঃ রবীন্দ্রনাথ এর পরিচালিত নাট্যচিত্র এর নাম কি?
উত্তরঃ নটীর পূজা'র।
প্রঃ রবীন্দ্রনাথহ হিন্দি চলচ্ছিত্রের একজন পৃষ্ঠপোষক ছিলেন যার নাম ছিল =
উত্তরঃ অচ্ছ্যুৎ কন্যা।
প্রঃ রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন কাজী নজরুল? এবং এই উপন্যাসটি মুক্তি পায় কবে?
উত্তরঃ গোরা উপন্যাসে, ১৩৩৮ সালে ।
প্রঃ রবীন্দ্রনাথ সোনার তরী কাব্য কোথায় রচনা করেন এবং কত সালে?
উত্তরঃ রবীন্দ্রনাথ সাজাদপুরে ১৮৯০ সালে জমিদারি পরিদর্শন করতে আসেন এবং ১৮৯২ সালে এই সময় তিনি সোনার তরী কাব্য রচনা করে।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম ও দ্বিতীয় বক্তৃতার নাম কি? এবং কত তারিখে বক্তৃতা দিয়ে ছিলেন?
উত্তরঃ (১) the meaning of Art (১৯২৬ সালের ১০ শে ফেব্রু)
(২.) the rule of the giant (১৩ ফব্রু ১৯২৬) তা সভাপতিত্ব করেছিলেন DU উপচার্য ড.জি এইচ ল্যাংলি।
প্রঃ DU কোন হলে রবিমীন্দ্রনাথ ছাত্রদের সংবধর্নায় আসেন কত তারিখে?
উত্তরঃ মুসলিম হল বর্তমানে সলিমুল্লাহ হল ১০ শে ফেব্রু ১৯২৬ সালে।
প্রঃ রবীন্দ্রনাথ গদ্য কবিতা রচনা শুরু করেছিল কোন গ্রন্থ দিয়ে?
উত্তরঃ পুনশ্চ গ্রন্থের মাধ্যমে।
প্রঃ বাংলাদেশের জাতীয় সংগীতটি কোথায় অংশভুক্ত?
উত্তরঃ গীতবিতানের স্বরবিতানের অংশভুক্ত।
প্রঃ বাংলাদেশের জাতীয় সংগীত টি কত সালে প্রকাশিত হয়? এবং কোন পত্রিকায়?
উত্তরঃ ১৯০৫ সালে আর বাংলা ১৩১২ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
প্রঃ রবীন্দ্রনাথকে প্রথম বিশ্বকবি হিসেবে অখ্যাখিত করেন কে ?
উত্তরঃ ব্রক্ষবান্ধব উপাধ্যায়।
প্রঃ রবীন্দ্রনাথ এর মূত্যুর পর কি প্রকাশিত হয় ?
উত্তরঃ শেষ লেখা
প্রঃ রবীন্দ্রনাথ অনন্য ধরনের নাটক রচনা করেছিলেন, প্রশ্ন হল অনন্য ধরনের নাটক বলতে কোন ধরনের নাটক কে বোঝাচ্ছে?
উত্তরঃ পরিত্রাণ নাটক।
প্রঃ রবীন্দ্রনাথ এর কাব্যনাট্য হলো?
উত্তরঃ গান্ধারীর আবেদন।
প্রঃ রবীন্দ্রনাথ এর রঙ্গনাট্য হল?
উত্তরঃ গোড়ায় গলদ।
প্রঃ রবীন্দ্রনাথ এর রূপক নাট্য হল?
উত্তরঃ অচলায়তন
প্রঃ রবীন্দ্রনাথ এর নৃত্যনাট্য হল?
উত্তরঃ চন্ডালিকা।
প্রঃ রবীন্দ্রনাথ চিত্রচর্চা করেন কত বয়সে এবং নিজের আকা ছবিগুলোর কে তিনি কি বলতেন?
উত্তরঃ ষাটোত্তর বয়সে এবং তিনি ছবিগুলোকে বলতেন শেষ বয়সের প্রিয়া।
প্রঃ রবীন্দ্রনাথ কাজী নজরুলকে একটি গ্রন্হ উৎসর্গ করেন গ্রন্থটির নাম কি?
উত্তরঃ বসন্ত।
প্রঃ কাজী নজরুল একটি গ্রন্থ উৎসর্গ করেন রবীন্দ্রনাথ কে। নাম কি গ্রন্থটির?
উত্তরঃ সঞ্চিতা ।
প্রঃ রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হয় কিসের মাধ্যমে?
উত্তরঃ 'সঞ্চয়িতা' এর মাধ্যমে।
প্রঃ রবীন্দ্রনাথ এর জীবনে কয়টি পত্রিকার সম্পাদক ছিলেন এবং নাম গুলো কী?
উত্তরঃ ৪ টি পত্রিকা - ১,সাধনা ২, ভারতী ৩, বঙ্গদর্শন ৪,তত্ত্ববোধিনী।
প্রঃ বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি?
উত্তরঃ চোখের বালি।
প্র: কত সালে রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করেন এবং কেন ?
উত্তর: ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে।
প্র: কত সালে রবীন্দ্রনাথ জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাত করে?
উত্তর: ১৯৩০ সালে।
প্র: রবীন্দ্রনাথ এর আত্মজীবনী গ্রন্হের নাম কি?
উত্তর: জীবনস্মৃতি (১৯১২) সালে।
প্র: রবীন্দ্রনাথ কি পত্র লিখেছিলেন প্রমথ চৌথুরীর স্ত্রী কে এবং প্রমথ চৌথুরীর স্ত্রীর নাম কি ছিল?
উত্তর: ছিন্নপত্র (১৯১২)। প্রমথ চৌথুরীর স্ত্রীর নাম ছিল ইন্দিরা দেবী।
প্র: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর কত নাম্বার পুত্র ছিলেন রবীন্দ্রনাথ?
উত্তর: ৮ নাম্বার পুত্র (অষ্টম)।
প্র: রবীন্দ্রনাথের চৈনিক নাম কী?
উত্তর: চু তেন তান।
প্র: রবীন্দ্রনাথ কি লিখে নোবের পুরস্কার পান? কে ইহার অনুবাদ করেন? অনুবাদ করার পর বইটির ইংরেজি নাম কি দেওয়া হয়েছিল?
উত্তর: গীতাঞ্জলি । W.B Yeats ইহার অনুবাদ করেন। অনুবাদ করার পর বইটির ইংরেজি নাম দেওয়া হয়েছিল song offering।
প্র: রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে।
প্র: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? কত সালে তা সম্পাদিত করেন?
উত্তর: সবুজপত্র পত্রিকা । ১৯১৪ সালে ।
প্র: কত সালে রবীন্দ্রনাথ এর গদ্য রচনা রীতি ভিন্ন মোড় নেয়?
উত্তর: ১৯১৪।
প্র: ভারত সরকার ১৯১৫ সালে তাকে কি উপাধি দেয়?
উত্তর: স্যার বা নাইটহুড।
প্রঃ রবীন্দ্রনাথের কত জন ভাই বোন ছিল এবং রবীন্দ্রনাথ মাতাপিতার কত নম্বর সন্তান ছিলেন?
উত্তরঃ চতুর্দশতম সন্তান ।
প্রঃ রাখি উৎসব কে প্রচলন করেন এবং ইহা কি ধরনের উৎসব?
উত্তরঃ রবীন্দ্রনাথ । হিন্দু ও মুসলমানের মিলনের উৎসব।
প্রঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালীর তালিকায় রবীন্দ্রনাথ এর স্থান কত? কোন সংস্থার জরিপে? কত সালের জরিপ করা হয়ে ছিল?
উত্তরঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালীর তালিকায় রবীন্দ্রনাথ এর অবস্থান হল দ্বিতীয়। বিবিসির ২০০৪ সালের জরিপ অনুসারে।
প্রঃ রবীন্দ্রনাথ এর ১৯৩৭ সালে একটি রোগ হয়, এই রোগটির নাম কি?
উত্তরঃ ইরিসিপেলাসের আর এই রোগের জন্য তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান।
প্রঃ ১৯৪১ সালে রবীন্দ্রনাথের একটি অপরেশন হয় এবং সময় লেগেছিল ২৫ মিনিট । এই অপরেশন টির নাম কি ছিল?
উত্তরঃ সুপ্রা পিউবিক সিস্টো স্টমি।
প্রঃ রবীন্দ্রনাথ কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
উত্তরঃ ১৯৪১ সালে।
প্রঃ রবীন্দ্রনাথের বংশের নাম কি ছিল?
উত্তরঃ ব্রাক্ষণ বংশ।
প্রঃ তিনি কত বছর বয়সে কবিতা লিখতে আরম্ভ করেন? এবং কত বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয়েছে? কবিতাটির নাম কী?
উত্তরঃ ৮ বছর বয়সে কবিতা লিখতে আরম্ভ করেন । ১৩ বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। কবিতাটির নাম ছিল হিন্দুমেলার উপহার।
প্রঃ রবীন্দ্রনাথ ইংরেজি সাহিত্য পাঠের জন্য কোন দেশে যান এবং কত সালে?
উত্তরঃ ইংল্যান্ডে ১৮৭৮, সালে।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম এবং দ্বিতীয় প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি? কত সালে প্রকাশিত হয়েছিল ?
উত্তরঃ প্রথম কাব্যগন্থ হল কবি-কাহিনী (১৮৭৮) এবয় ত্বিতীয়টি হল বনফুল (১৮৮০) সালে।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত উপন্যাস এর নাম কি?
উত্তরঃ বৌ ঠাকুরাণীর হাট ।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম নাটকের নাম কি?
উত্তরঃ বাল্মীকি প্রতিভা ।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উত্তরঃ ভিখারিণী।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত প্রবন্ধগন্থ এর নাম কি?
উত্তরঃ বিবিধ প্রসঙ্গ( ১৮৮৩)।
প্রঃ রবীন্দ্রনাথ এর জীবনে কতটি নাটকের অভিনয় করেছে এবং নাটক গুলো কার লিখা?
উত্তরঃ ১৩ টি আর নিজেই লিখেছেন তিনি।
প্রঃ রবীন্দ্রনাথ পূরবী কাব্যটি কাকে উৎসর্গ করে এবং কত সালে?
উত্তরঃ আর্জেন্টিনার ভিক্টোরিয়া কে।
প্রঃ রবীন্দ্রনাথ সর্বশেষ বিদেশে যাত্রা করে কোন দেশে?
উত্তরঃ সিংহল (১৯৩৪)।
প্রঃ রবীন্দ্রনাথ বিজয়া নাম দিয়েছিল কাকে?
উত্তরঃ ভিক্টোরিয়া কে।
প্রঃ রবীন্দ্রনাথ একটির উৎসব এর সূচনা করে এই হার নাম কি?
উত্তরঃ রাখিবন্ধন।
প্রঃ রবীন্ত্রনাথ এর স্ত্রীর নাম কি? এবং স্ত্রীর নাম পরিবর্তন করে কি নাম রাখে?
উত্তরঃ নাম হল ভবতারিনী দেবী এবং পরিবর্তিত নাম হল মৃণালিনী দেবী।
প্রঃ রবীন্দ্রনাথ এর সন্তানাদি কত জন?
উত্তরঃ ৫ জন, তিন মেয়ে দুই ছেলে।
প্রঃ তাহার স্ত্রী কত সালে মৃত্যু হয়?
উত্তরঃ ১৯০২ সালে।
প্রঃ রবীন্দ্রনাথ কত সালে ব্রাক্ষ সমাজের দায়িত্ব গ্রহন করেন?
উত্তরঃ ১৮৮৪ সালে।
প্রঃ রার্জাষি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ বালক পত্রিকায় ।
প্রঃ রবীন্দ্রনাথ কত সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করেন?
উত্তরঃ ১৯০১ সালে।
প্রঃ রবীন্দ্রনাথ যে বিদ্যালয়টি স্হাপন করেছিলেন ইহার নাম কী? এবং কত সালে?
উত্তরঃ ব্রক্ষচর্যাশ্রম (১৯০১)।
প্রঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে রূপান্তরিত হয়? এবং,কোন স্কুলটি থেকে?
উত্তরঃ ১৯২১ সালে ব্রক্ষচর্যাশ্রম থেকে।
প্রঃ কত সালে এবং কোন মাসে গীতাঞ্জলি কাব্যটা চুরি হয়?
উত্তরঃ ২০০৪ সালে ২৪ শে মার্চ রাতে চুরা হয়।
প্রঃ রবীন্দ্রনাথকে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় এবং কত সালে?
উত্তরঃ ডি -লিট উপাধি (১৯৩৬) ।
প্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি উপাধি দেয় তাকে?
উত্তরঃ ডি লিট।
প্রঃ রবীন্দ্রনাথ এর ছোট গল্প গুলি কোথায় সংকলিত করা হয়েছে?
উত্তরঃ গল্পগুচ্ছ এর তিন খন্ডে।
প্রঃ রবীন্দ্রনাথ এর প্রধান কাব্য গ্রন্থগুলো কি কি?
উত্তরঃ সোনার তরী, চৈতালী, ক্ষণিকা, চিত্রা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পত্রপুট, পুনশ্চ।
প্রঃ রবীন্দ্রনাথ এর সমাজসমস্যামূলক ছোট গল্পের নাম কি কি?
উত্তরঃ দেনা পাওনা, রামকানাই, যজ্ঞেশ্বর যজ্ঞ, নির্বুদ্ধিতা, অনধিকার প্রবেশ।
প্রঃ রবীন্দ্রনাথ এর অতিপ্রকৃত রসের ছোট গল্প কি কি?
উত্তরঃ নিশীথে, ক্ষুধিত পাষান, মণিহারা, কঙ্কালে।
প্রঃ 'তিন সঙ্গী' গল্পটি কার লিখা এবং এই গল্পটির মধ্যে তিনটি গল্প আছে, নাম কি?
উত্তরঃ রবীন্দ্রনাথ এর লিখা। 'রবিবার', 'শেষকথা', 'ল্যাবরেটারি' ।
প্রঃ সোনারতরী কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর : মাত্রাবৃত্ত।
প্রঃ কত বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় এবং কোন পত্রিকায়?
উত্তর : ২৫ ফেব্রুয়ারি ১৮৭৪ সালে ‘অমৃতবাজার’ পত্রিকায়। তখন তার বয়স ছিল তেরো বছর।
প্রঃ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর : কবিকাহিনী।
প্রঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত নাটকের নাম কি?
উত্তর : বাল্মীকি প্রতিভা।
প্রঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম কি?
উত্তর : ভিখারিণী।
প্রঃ বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে।
প্রঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
উত্তর : বিবিধপ্রসঙ্গ।
প্রঃ রবীন্দ্রনাথ কোন মহিলা কবিকে বিজয়া নাম দেন? তাকে রবীন্দ্রনাথ কি উৎসর্গ করেন?
উত্তর : আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো। পূরবী কাব্য।
প্রঃ রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশ যাত্রা কোন দেশে, কবে?
উত্তর : সিংহল, ১৯৩৪ সালে।
প্রঃ হিন্দু - মুসলিম মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন?
উত্তর : রাখিবন্ধন।
প্রঃ ভবতারিণী দেবীর সাথে কত সালে তার বিয়ে হয়?
উত্তর : ১৮৮৩ সালে ৯ ডিসেম্বর।
প্রঃ রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়?
উত্তর : বাংলাদেশের খুলনায়।
প্রঃ রবীন্দ্রনাথ ভবতারিণী দেবীর নাম পাল্টে কি রাখেন?
উত্তর : মৃণালিনী দেবী।
প্রঃ কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যু হয় কত সালে?
উত্তর : ১৯০২ সালে।
প্রঃ কত বছর বয়সে রবীন্দ্রনাথ ‘বনফুল’ কাব্য রচনা করেন?
উত্তর : ১৫ বছর।
প্রঃ রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : সবুজপত্র পত্রিকায়।
প্রঃ ‘হৈমন্তী গল্পের মূল সুর কি? তৎকালীন হিন্দু সমাজে কত বছর বয়সী কন্যাকে গৌরি বলা হতো?
উত্তর : যৌতুক প্রথার কুফল। আট বছর বয়সী।
প্রঃ সোনারতরী কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ আছে?
উত্তর : বর্ষা।
প্রঃ কবির রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : বালক পত্রিকায়।
প্রঃ ‘গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯১০ সালে।
প্রঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে তাকে ডি. লিট উপাধি প্রদান করে?
উত্তর : ১৯১৩ সালের ২৬ ডিসেম্বর।
প্রঃ ব্রিটিশ সরকার কত সালে তাকে নাইটহুড বা ‘স্যার’ উপাধি প্রদান করেন?
উত্তর : ১৯১৫ সালের ৩ জুন।
প্রঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে কত সালে ডি - লিট উপাধি প্রদান করে?
উত্তর : ৭ আগষ্ট ১৯৪০ সালে।
প্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে কত সালে ডি- লিট উপাধি দেয়া হয়?
উত্তর : ১৯৩৬ সালে।
প্রঃ ধ্বনি বিজ্ঞানের উপর লেখা রবীন্দ্রগ্রন্থের নাম কি?
উত্তর : শব্দতত্ত্ব।
প্রঃ রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন গ্রন্থ উৎসর্গ করেন?
উত্তর : বসন্ত।
প্রঃ বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি?
উত্তর : চোখের বালি।
প্রঃ শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি যায় কবে?
উত্তর : ২৪ মার্চ ২০০৪ দিবাগত রাতে।
প্রঃ রবীন্দ্রনাথের কোন গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত?
উত্তর : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- গানের প্রথম ১০ পঙক্তি।
প্রঃ আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থভুক্ত?
উত্তর : গীতবিতানের স্বরবিতান অংশভুক্ত।
প্রঃ আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথের কোন পর্যায়ের গান?
উত্তর : স্বদেশ পর্যায়ের।
প্রঃ আমার সোনার বাংলা গানের সুরকার কে?
উত্তর : রবীন্দ্রনাথ নিজেই।
প্রঃ রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় যান?
উত্তর : ২ বার।
প্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে কি ডিগ্রি প্রদান করে?
উত্তর : ডক্টর অব লিটারেচার।
প্রঃ রবীন্দ্রনাথ ঠাকুর কি ছদ্মনামে পরিচিত?
উত্তর : ভানু সিংহ।
প্রঃ রবীন্দ্রনাথের প্রথম কবিতা (অপ্রকাশিত) কোনটি?
উত্তরঃ অভিলাষ।
0 comments:
Post a Comment