সমাস নির্ণয় করোঃ
অঙ্গুলিসংকেত – অঙ্গুলি দ্বারা সংকেত – ৩য়া তৎপুরুষ
অল্পপ্রাণ – অল্প প্রাণ যার – বহুব্রীহি
অনাচার – নেই আচার – নঞ্ তৎপুরুষ
অতিমাত্র – মাত্রাকে অতিক্রান্ত – অব্যয়ীভাব।
অত্যাচার – অতি যে আচার – কর্মধারয়
অলস – ন লস্ (লগ্ন) – নঞ্ তৎপুরুষ
অস্থির – নয় স্থির – নঞ্ তৎপুরুষ
অনেক – নয় এক – নঞ্ তৎপুরুষ
অনশন – নয় অশন – নঞ্ তৎপুরুষ
অপরিমেয় – নয় পরিমেয় – নঞ্ তৎপুরুষ
অতীন্দ্রিয় – ইন্দ্রিয়কে অতিক্রান্ত – অব্যয়ীভাব
অনুপ্রেরণা – প্রেরণার যোগ্য – অব্যয়ীভাব
অনুতাপ – অনুতে যে তাপ – প্রাদি
অনাহূত – নয় আহূত – নঞ্ তৎপুরুষ
অনাহার – নয় আহার – নঞ্ তৎপুরুষ
অপর্যাপ্ত – নয় পর্যাপ্ত – নঞ্ তৎপুরুষ
অন্তরীপ – অন্তর্গত অপ যার – বহুব্রীহি
অসাড় – নেই সাড় যার – নঞ্ বহুব্রীহি
অতন্দ্র – নেই তন্দ্রা যার – নঞ্ বহুব্রীহি
অতিথি-সৎকার – অতিথির সৎকার – ৬ষ্ঠী তৎপুরুষ
অক্ষত – নয় ক্ষত – নঞ্ তৎপুরুষ
অনসূয়া – নেই অসূয়া (ঈর্ষা) যার – নঞ্ বহুব্রীহি
অনর্থক – নয় অর্থ – নঞ্ তৎপুরুষ
অবিশ্বাস – ন বিশ্বাস – নঞ্ তৎপুরুষ
অনাশ্রিত – নয় আশ্রিত – নঞ্ তৎপুরুষ
অনতিবৃহৎ – নয় অতি বৃহৎ – নঞ্ তৎপুরুষ
অসত্য – নয় সত্য – নঞ্ তৎপুরুষ
আমরা – সে, তুমি ও আমি – একশেষ দ্বন্দ্ব
আমকুড়ানো – আমকে কুড়ানো – ২য়া তৎপুরুষ
আশীবিষ – আশীতে বিষ যার – বহুব্রীহি
আয়কর – আয়ের ওপর কর – মধ্যপদলোপী কর্মধারয়
আজকাল – আজ ও কাল – দ্বন্দ্ব
আনাড়ি – নাই নাড়ি (জ্ঞান) যার – নঞ্ বহুব্রীহি
আটপৌরে – আট প্রহরের উপযুক্ত – বহুব্রীহি
আলুনি – নুনের অভাব – অব্যয়ীভাব
উপজেলা – (আয়তনে) জেলার ক্ষুদ্র – অব্যয়ীভাব
উচ্ছৃঙ্খল – শৃঙ্খলাকে অতিক্রান্ত – অব্যয়ীভাব
উপলখণ্ড – উপলের খণ্ড – ৬ষ্ঠী তৎপুরুষ
উদ্বেল – বেলাকে অতিক্রান্ত – অব্যয়ীভাব
উত্তাল – তালকে অতিক্রান্ত – অব্যয়ীভাব
উচ্ছ্বাস – শ্বাসকে অতিক্রান্ত – অব্যয়ীভাব
উপকণ্ঠ – কণ্ঠের সমীপে – অব্যয়ীভাব
উর্ণনাভ – উর্ণ নাভিতে যার – বহুব্রীহি
উর্ণাজাল – উর্ণা নির্মিত জাল – বহুব্রীহি
উনপাঁজুরে – উন (কম) পাঁজর যার – বহুব্রীহি
কুসুমকোমল – কুসুমের ন্যায় কোমল – উপমান কর্মধারয়
কৃষিপ্রধান – কৃষিতে প্রধান – ৭মী তৎপুরুষ
কানে খাটো – কানে খাটো যে – বহুব্রীহি
কোলাকুলি – কোলে কোলে যে মিলন – ব্যতিহার বহুব্রীহি
কাজলকালো – কাজলের ন্যায় কালো – উপমান কর্মধারয়
কচুকাটা – কচুর মতো কাটা – উপমান কর্মধারয়
করপল্লব – কর পল্লবের ন্যায় – উপমিত কর্মধারয়
কপোতাক্ষ – কপোতের ন্যায় অক্ষি যার – উপমাবাচক বহুব্রীহি
কর্ণকুহর – কর্ণের কুহর – ৬ষ্ঠী তৎপুরুষ
কথামৃত – কথা অমৃত যার – বহুব্রীহি
কূপমণ্ডূক – কূপের মণণ্ডূক – ৬ষ্ঠী তৎপুরুষ
কানাকানি – কানে কানে যে কথা – ব্যতিহার বহুব্রীহি
কালান্তর – অন্য কাল – নিত্য
ক্ষুরধার – ক্ষুরের ন্যায় তীক্ষ্ণ ধার – উপমান কর্মধারয়
ক্ষীণজীবী – ক্ষীণভাবে বাঁচে যে – উপপদ তৎপুরুষ
খেয়াঘাট – খেয়ার ঘাট – ৬ষ্ঠী তৎপুরুষ
গৃহকর্ত্রী – গৃহের কর্ত্রী – ৬ষ্ঠী তৎপুরুষ
গল্পপ্রেমিক – গল্পের প্রেমিক – ৬ষ্ঠী তৎপুরুষ
গণ্যমান্য – যিনি গণ্য তিনি মান্য – কর্মধারয়
গাছপাকা – গাছে পাকা – ৭মী তৎপুরুষ
গায়ে পড়া – গায়ে পড়ে যে – উপপদ তৎপুরুষ
গৃহস্থ – গৃহে থাকে যে – উপপদ তৎপুরুষ
গলাগলি – গলায় গলায় যে মিল – ব্যতিহার বহুব্রীহি
গানের আসর – গানের আসর – অলুক তৎপুরুষ
গরলপিয়ালা – গরলের পিয়ালা – ৬ষ্ঠী তৎপুরুষ
গুণান্বিত – গুন দ্বারা অন্বিত – ৩য়া তৎপুরুষ
গণতন্ত্র – গণ নিয়ন্ত্রিত তন্ত্র – মধ্যপদলোপী কর্মধারয়
গায়ে-হলুদ – গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে – অলুক বহুব্রীহি
গৃহান্তর – অন্য গৃহ – নিত্য
গ্রামান্তর – অন্য গ্রাম – নিত্য
ঘিভাজা – ঘি দ্বারা ভাজা – ৩য়া তৎপুরুষ
ঘোলাটে – ঈষৎ ঘোলা – অব্যয়ীভাব
চিরসুখী – চিরকাল ব্যাপিয়া সুখী – ২য়া তৎপুরুষ
চৌরাস্তা – চৌ (চার) রাস্তার সমাহার – দ্বিগু
চতুর্দশপদী – চতুর্দশ পদের সমাহার – দ্বিগু
চন্দ্রচূড় – চন্দ্র চূড়ায় যার – বহুব্রীহি
ছায়াতরু – ছায়া প্রদানকারী তরু – মধ্যপদলোপী কর্মধারয়
জ্যোৎস্নারাত – জ্যোৎস্না শোভিত রাত – মধ্যপদলোপী কর্মধারয়
জনমানব – জন ও মানব – দ্বন্দ্ব
জীবনপ্রদীপ – জীবন রূপ প্রদীপ – রূপক কর্মধারয়
জনাকীর্ণ – জন (মানুষ) দ্বারা আকীর্ণ – ৩য়া তৎপুরুষ
জীবন-বিমা – জীবন-আশঙ্কায় বিমা – মধ্যপদলোপী কর্মধারয়
জলসেচন – জল দ্বারা সেচন – ৩য়া তৎপুরুষ
জয়মুকুট – জয়সূচক মুকুট – মধ্যপদলোপী কর্মধারয়
জাদুকর – জাদু করে যে – উপপদ তৎপুরুষ
ঝরনাধারা – ঝরনার ধারা – ৬ষ্ঠী তৎপুরুষ
তপোবন – তপের নিমিত্ত বন – ৪র্থী তৎপুরুষ
তন্মাত্র – কেবল তা – নিত্য
তুষার-শীতল – তুষারের ন্যায় শীতল – উপমান কর্মধারয়
তেপায়া – (তে) তিন পায়ের সমাহার – দ্বিগু
তিমিরবিদারী – তিমির বিদীর্ণ করে যে – উপপদ তৎপুরুষ
তিমিরকুন্তলা – তিমিরের ন্যায় কুন্তল যার (স্ত্রী) – উপমাবাচক বহুব্রীহি
ত্রিলোক – ত্রি (তিন) লোকের সমাহার – দ্বিগু
ত্রিফলা – ত্রি (তিন) ফলের সমাহার – দ্বিগু
তেপান্তর – তে (তিন) প্রান্তরের সমাহার – দ্বিগু
তরুলতা – তরু আশ্রিত লতা – মধ্যপদলোপী কর্মধারয়
তন্দ্রা – ঈষৎ নিদ্রা – অব্যয়ীভাব
দম্পতি – দম্ (জায়া) ও পতি – দ্বন্দ্ব
দেশপলাতক – দেশ থেকে পলাতক – ৫মী তৎপুরুষ
দেশভঙ্গ – দেশকে ভঙ্গ – ২য়া তৎপুরুষ
দেবদত্ত – দেবকে দত্ত – ৪র্থী তৎপুরুষ
দেখাশোনা – দেখা ও শোনা – দ্বন্দ্ব
দশানন – দশ আনন যার – বহুব্রীহি
দ্বীপ – দুই দিকে অপ্ (জল) যার – বহুব্রীহি
দীর্ঘকায় – দীর্ঘ কায়া যার – বহুব্রীহি
দূরদর্শী – দূরকে দর্শন করতে পারে যে – উপপদ তৎপুরুষ
দেনাপাওনা – দেনা ও পাওনা – দ্বন্দ্ব
দেশবিভাগ – দেশকে বিভাগ – ২য়া তৎপুরুষ
দিলদরিয়া – দিল রূপ দরিয়া – রূপক কর্মধারয়
দেশান্তর – অন্য দেশ – নিত্য
ধর্মকার্য – ধর্মবিহিত কার্য – মধ্যপদলোপী কর্মধারয়
ধরণি-মেরি – ধরণি রূপ মেরি – রূপক কর্মধারয়
ধর্মঘট – ধর্ম রক্ষার্থে ঘট – মধ্যপদলোপী কর্মধারয়
নীলপদ্ম – নীল যে পদ্ম – কর্মধারয়
নামঞ্জুর – নয় মঞ্জুর – নঞ্ তৎপুরুষ
নবপৃথিবী – নব যে পৃথিবী – কর্মধারয়
নদীমাতৃক – নদী মাতা যার – বহুব্রীহি
নীলকণ্ঠ – নীল কণ্ঠ যার – বহুব্রীহি
নরাধম – অধম যে নর – কর্মধারয়
নিরর্থক – নেই অর্থ যার – নঞ্ বহুব্রীহি
পর্দাপ্রিয় – পর্দা প্রিয় যার – বহুব্রীহি
পুষ্পসৌরভ – পুষ্পের সৌরভ – ৬ষ্ঠী তৎপুরুষ
প্রাণবধ – প্রাণের বধ – ৬ষ্ঠী তৎপুরুষ
প্রাণভয় – প্রাণ যাওয়ার ভয় – মধ্যপদলোপী কর্মধারয়
পলান্ন – পল (মাংস) মিশ্রিত অন্ন – মধ্যপদলোপী কর্মধারয়
পুণ্যাত্মা – পুণ্য আত্মা যার – বহুব্রীহি
প্রিয়ংবদা – প্রিয়ম (প্রিয় বাক্য) বলে যে (নারী) – উপপদ তৎপুরুষ
প্রভাব – প্র (প্রকৃষ্টরূপে) ভাব – প্রাদি
প্রভাত – প্র (প্রকৃষ্ট) ভাত – প্রাদি
পকেটমার – পকেট মারে যে – উপপদ তৎপুরুষ
পাষাণস্তুপ – পাষাণের স্তুপ – ৬ষ্ঠী তৎপুরুষ
প্রতিচ্ছবি – ছবির সদৃশ – অব্যয়ীভাব
পরানপাখি – পরান রূপ পাখি – রূপক কর্মধারয়
প্রতিক্ষণ – ক্ষণে ক্ষণে – অব্যয়ীভাব
পৃষ্ঠপ্রদর্শন – পৃষ্ঠকে প্রদর্শন – ২য়া তৎপুরুষ
পূর্ণচন্দ্র – পূর্ণ যে চন্দ্র – কর্মধারয়
প্রশাখা – প্র যে শাখা – প্রাদি
পীতাম্বর – পীত অম্বর যার – বহুব্রীহি
প্রাণচঞ্চল – চঞ্চল যে প্রাণ – কর্মধারয়
পথে-প্রান্তর – পথে ও প্রান্তরে – দ্বন্দ্ব
প্রতিকূল – প্রতি (বিপরীত) কূল – অব্যয়ীভাব
প্রগতি – প্র (প্রকৃষ্ট) গতি – প্রাদি
প্রতিমূর্তি – মূর্তির সদৃশ – অব্যয়ীভাব
ফিকালাল – ঈষৎ লাল – অব্যয়ীভাব
বেআইনি – নয় আইনি – নঞ্ তৎপুরুষ
বনমধ্যে – বনের মধ্যে – ৬ষ্ঠী তৎপুরুষ
বেতার – নেই তার যাতে – নঞ্ বহুব্রীহি
বজ্রসম – বজ্রের সমান – ৬ষ্ঠী তৎপুরুষ
বাষ্পায়ন – বাষ্পের অয়ন – ৬ষ্ঠী তৎপুরুষ
বেগুনভাজা – ভাজা যে বেগুন – কর্মধারয়
বেওয়ারিশ – নেই ওয়ারিশ যার – নঞ্ বহুব্রীহি
বিষাদসিন্ধু – বিষাদ রূপ সিন্ধু – রূপক কর্মধারয়
বেহায়া – নেই হারা (লজ্জা) যার – নঞ্ বহুব্রীহি
বিপত্নীক – বি (গত) হয়েছে পত্নী যার – বহুব্রীহি
বনে-বাদাড়ে – বনে ও বাদাড়ে – অলুক দ্বন্দ্ব
বাক্যান্তর – অন্য বাক্য – নিত্য
বজ্রকণ্ঠ – বজ্রের ন্যায় কণ্ঠ – উপমিত কর্মধারয়
বজ্রপাণি – বজ্রের ন্যায় পাণি – উপমিত কর্মধারয়
বিস্ময়াপন্ন – বিস্ময়কে আপন্ন – ২য়া তৎপুরুষ
বোধোদয় – বোধের উদয় – ৬ষ্ঠী তৎপুরুষ
বিধিলিপি – বিধির লিপি – ৬ষ্ঠী তৎপুরুষ
বেহিসাবি – বে (নয়) হিসাবি – নঞ্ তৎপুরুষ
বিমনা – বিচলিত মন যার – বহুব্রীহি
বরযাত্রী – বরানুগত যাত্রী – মধ্যপদলোপী কর্মধারয়
বিশ্রী – শ্রীর অভাব – অব্যয়ীভাব
ভারার্পণ – ভারের অর্পণ – ৬ষ্ঠী তৎপুরুষ
ভারাক্রান্ত – ভার দ্বারা আক্রান্ত – ৩য়া তৎপুরুষ
ভুজবল – ভুজের বল – ৬ষ্ঠী তৎপুরুষ
মোহনিদ্রা – মোহ রূপ নিদ্রা – রূপক কর্মধারয়
মমতারস – মমতা মিশ্রিত রস – মধ্যপদলোপী কর্মধারয়
মন্দভাগ্য – মন্দ ভাগ্য যার – বহুব্রীহি
মনগড়া – মন দিয়ে গড়া – ৩য়া তৎপুরুষ
মার্তণ্ডপ্রায় – মার্তণ্ডের প্রায় – ৬ষ্ঠী তৎপুরুষ
মহাপৃথিবী – মহান যে পৃথিবী – কর্মধারয়
মামাবাড়ি – মামার বাড়ি – ৬ষ্ঠী তৎপুরুষ
মহাজন – মহৎ যে জন – কর্মধারয়
মেঘমুক্ত – মেঘ থেকে মুক্ত – ৫মী তৎপুরুষ
মেঘলুপ্ত – মেঘ দ্বারা লুপ্ত – ৩য়া তৎপুরুষ
মাথাপিছু – প্রতি মাথা – অব্যয়ীভাব
মিশকালো – মিশির ন্যায় কালো – উপমান কর্মধারয়
মৌমাছি – মৌ (মধু) আশ্রিত মাছি – মধ্যপদলোপী কর্মধারয়
মধ্যাহ্ন – অহ্নের মধ্যভাগ – ৬ষ্ঠী তৎপুরুষ
মুখচন্দ্র – মুখ চন্দ্রের ন্যায় – উপমিত কর্মধারয়
মুখভ্রষ্ট – মুখ থেকে ভ্রষ্ট – ৫মী তৎপুরুষ
মনোহারিণী – মন হরণ করে যে – বহুব্রীহি
মরু-কবি – মরুর কবি – ৬ষ্ঠী তৎপুরুষ
মনোরথ – মনের রথ – ৬ষ্ঠী তৎপুরুষ
মন্ত্রমুগ্ধ – মন্ত্র রূপ মুগ্ধ – রূপক কর্মধারয়
যৌবনসূর্য – যৌবন রূপ সূর্য – রূপক কর্মধারয়
যথাসাধ্য – সাধ্যকে অতিক্রম না করে – অব্যয়ীভাব
যৌবন-বেগ – যৌবনের বেগ – ৬ষ্ঠী তৎপুরুষ
যথারীতি – রীতিকে অতিক্রম না করে – অব্যয়ীভাব
যথেচ্ছা – ইচ্ছাকে অতিক্রম না করে – অব্যয়ীভাব
যথাবিধি – বিধিকে অতিক্রম না করে – অব্যয়ীভাব
রথারোহন – রথে আরোহণ – ৭মী তৎপুরুষ
রাজপথ – পথের রাজা – ৬ষ্ঠী তৎপুরুষ
রান্নাঘর – রান্নার জন্য ঘর – ৪র্থী তৎপুরুষ
রথচালন – রথকে চালন – ২য়া তৎপুরুষ
রক্তারক্তি – রক্তপাত করে যে যুদ্ধ – ব্যতিহার বহুব্রীহি
রাজহংস – হংসের রাজা – ৬ষ্ঠী তৎপুরুষ
রাজদণ্ড – রাজার দণ্ড – ৬ষ্ঠী তৎপুরুষ
রত্নগর্ভ – রত্নের ন্যায় গর্ভ যার – বহুব্রীহি
লেনদেন – লেন ও দেন – দ্বন্দ্ব
লাল ফুল – লাল যে ফুল – কর্মধারয়
লাঠালাঠি – লাঠিতে লাঠিতে যে যুদ্ধ – ব্যতিহার বহুব্রীহি
শোকার্ত – শোক দ্বারা আর্ত – ৩য়া তৎপুরুষ
শতাব্দী – শত অব্দের সমাহার – দ্বিগু
শস্যশ্যামল – শস্য রূপ শ্যামল – রূপক কর্মধারয়
শশব্যস্ত – শশকের ন্যায় ব্যস্ত – উপমান কর্মধারয়
শরাসন – শরের আসন – ৬ষ্ঠী তৎপুরুষ
শিক্ষামন্ত্রী – শিক্ষা বিষয়ক মন্ত্রী – মধ্যপদলোপী কর্মধারয়
ষড়ভুজ – ষড় ভুজের সমাহার – দ্বিগু
ষড়যন্ত্র – ষট্ যে যন্ত্র – কর্মধারয়
স্বল্পপ্রাণ – স্বল্প প্রাণ যার – বহুব্রীহি
সন্ধ্যাপ্রদীপ – সন্ধ্যাকালে জ্বালানো প্রদীপ – মধ্যপদলোপী কর্মধারয়
সিংহাসন – সিংহ চিহ্নিত আসন – মধ্যপদলোপী কর্মধারয়
সত্যবাদী – সত্য বলে যে – উপপদ তৎপুরুষ
সতীর্থ – সমান তীর্থ যাদের – বহুব্রীহি
সুহৃদ/সুহৃদয় – সুন্দর হৃদয় যার – বহুব্রীহি
সহৃদয় – হৃদয়ের সাথে বর্তমান – বহুব্রীহি
সৈন্য-সামন্ত – সৈন্য ও সামন্ত – দ্বন্দ্ব
স্বভাবসিদ্ধ – স্বভাব দ্বারা সিদ্ধ – ৩য়া তৎপুরুষ
সাপেক্ষ – অপেক্ষার সাথে – নিত্য
স্নেহনীড় – স্নেহের নীড় – ৬ষ্ঠী তৎপুরুষ
সেচন-কলস – সেচনের নিমিত্ত কলস – ৪র্থী তৎপুরুষ
সলিলসমাধি – সলিলে সমাধি – ৭মী তৎপুরুষ
সমবেদনাভরা – সমবেদনা দিয়ে ভরা – ৩য়া তৎপুরুষ
সার্থক – অর্থের সাথে – নিত্য
সাত-সতেরো – সাত ও সতেরো – দ্বন্দ্ব
সুখসময় – সুখের সময় – ৬ষ্ঠী তৎপুরুষ
হাতাহাতি – হাতে হাতে যে লড়াই – ব্যতিহার বহুব্রীহি
হাসাহাসি – হাসতে হাসতে যে ক্রিয়া – ব্যতিহার বহুব্রীহি
*****
0 comments:
Post a Comment