Saturday, 12 October 2019

ণত্ব ও ষত্ব বিধান

ণত্ব ও ষত্ব বিধান 

১। ণত্ব বিধানঃ বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য - ণ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ণ এবং দন্ত্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ - এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।

ণ ব্যবহারের নিয়মঃ     
১। ট - বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়। যেমন - ঘণ্টা, কাণ্ড।
২। ঋ, র, ষ - এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন - ঋণ, তৃণ, বর্ণ, কারণ, ব্যাকরণ, ভীষণ ইত্যাদি।
৩। ঋ, র, ষ - এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ক -বর্গীয় ও প - বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী 'ন' মূর্ধন্য 'ণ' হয়। যেমন - কৃপণ,  হরিণ। অর্পণ, লক্ষণ ইত্যাদি।
৪। কতকগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়। যেমন - চাণক্য, মাণিক্য, বাণিজ্য লবণ, বীণা, গণনা ইত্যাদি।

সমাসবদ্ধ শব্দে সাধারণত ন-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে 'ন' হয়। যেমন - ত্রিনয়ন, সর্বনাম, দুর্নাম। ত -বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না, 'ন' হয়। যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

 ২। ষ-ত্ব বিধানঃ
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ষ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য - ষ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য - ষ এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ষ - এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।

ষ ব্যবহারের নিয়মঃ
১। অ, আ ভিন্ন অন্য স্বরধনি এবং ক ও র - এর পরে প্রত্যয়ের 'স' 'ষ' হয়। যেমন - ভবিষ্যৎ, মুমূর্ষু, চিকীর্ষা ইত্যাদি।
২। ই - কারান্তে এবং উ - কারান্তে উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন - অভিসেক > অভিষেক, প্রতিসেধক > প্রতিষেধক, সুসমা > সুষমা ইত্যাদি।
৩। 'ঋ' কারের পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
৪। তৎসম শব্দে 'র' - এর পর 'ষ' হয়। যেমন - বর্ষা, বর্ষণ।
৫। র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধনি থাকে তবে তার পরে 'ষ' হয়। যেমন - পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধনি থাকলে 'স' হয়। যেমন - পুরস্কার।
৬। ট - বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৭। কতকগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, মানুষ ইত্যাদি।

জ্ঞাতব্য 
ক। আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন - জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
খ। সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদেও ষ হয় না। যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। 
   




Rajesh Konwar

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment